যে কোনও আত্মপ্রকাশের একটা মুখবন্ধ থাকে, আর তা জানানোর দায়বদ্ধতাও আমাদের আছে। এক একটা জাতির ভাবগত আত্মপ্রকাশের নিজস্ব মাধ্যম আছে। আজন্ম আমাদের অভ্যাসের মিডিয়াকে পাশ কাটিয়ে ডিজিটাল মিডিয়া নিয়ে কেন এলাম, কী করতে চাই, আগামী দিনেও এই ধারা কতটা প্রাসঙ্গিক থাকবে, সে তর্কের মধ্যে না গিয়ে এককথায় যা বলা যায় যে, ভবিষ্যৎটা মূলত ডিজিটাল মিডিয়ারই। আর সেই লক্ষেই আমাদের এই প্রয়াস। চিরায়ত খবরের কাগজের পাতা না উল্টিয়েই, এই প্রজন্ম বিনোদনে আগ্রহী।
সকালে ঘুম ভেঙে চোখ খোলা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া অবধি কমবেশি সকলেই তাদের হাতের আয়তাকার পর্দাটা হয় সর্বক্ষণের মনোযোগের কেন্দ্রবিন্দু, সেটাই আজ অনেকেরই কাছে বিনোদনের প্রধান মাধ্যম। বিনোদনের ধরণ শুধু নয়, বদলে যাচ্ছে খবর ও বিনোদনের সংজ্ঞাও। তাছাড়া খবর আজ শুধু পড়া নয়, দেখা আর শোনাও।
টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ধৈর্যও আজ অনেকের নেই। তাই সোশ্যাল মিডিয়ার দেয়াল যে কারণে সবার এতো পছন্দ। কিন্তু সব কিছুর মধ্যেও ব্যাকরণকে মান্য করা খুবই জরুরি। ঘটনার সত্যাসত্য বিচার না করে যা মনে এলো দায়িত্বজ্ঞানহীনের মতো বলে দেওয়ার প্রবণতা থেকে সোশ্যাল মিডিয়া অনেক সময়েই মুক্ত নয়। যা অনেক সময়েই অবাঞ্ছিত জটিলতা তৈরি করে। রাজনীতি হোক, সমাজ-শৃঙ্খলা হোক, আইন-কানুন হোক কিংবা প্রশাসন- যে কোন ধরনের খবরই হোক না কেন, নিরপেক্ষ নির্মোহ ও নিখুঁতভাবে দ্রুত পরিবেশন করা একটা বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সর্বতোভাবে সচেষ্ট হবো আমরা। পাঠকের মনের খোরাক জুগিয়ে তাকে সমৃদ্ধ করার এই প্রয়াস যাতে সফল হয়, তার জন্য আপনাদের শুভকামনা একান্ত ভাবে প্রার্থিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার কর্তৃক সংরক্ষিত।